ছায়ারা তোমার কাছে – দ্বিজেন্দ্র ভৌমিক

ছায়ারা তোমার কাছে – দ্বিজেন্দ্র ভৌমিক

শেয়ার করুন


সময় কি মৃত? বিষণ্ণ প্রহর থেকে
জেগে ওঠে স্তব।
সময় রেখেছে শূন্য প্রহরের যাপনসম্ভব
·
নেমে আসে ঘুম। নেমে স্মৃতিরা স্থবির
জড়াল পাখিটি— ডানা— ভাসমান জলে—
উথলে পড়েছে মদ : ভিতরে বাহির
·
বিশুষ্ক প্রান্তর আর ধূ ধূ বালিয়াড়ি
জনশূন্য; শুষে নেয় আলোকে স্থূল কৃষ্ণগহ্বর।
পিছনে ধাবিত পুচ্ছ : নিজেকে হারায়


মৃতেরা আড়াল রাখে সময়কে চুপ।
ভাষার নীরব—
ছায়ারা তোমার কাছে; ঋণী আজ; কবিতা ধূসর।
·
বাড়িয়েছ হাত। উপুড় নিজেকে আমি পরিহাস
আকণ্ঠ গিলেছি মদ, মদালস ঘুমে
জানালার প্রেতযামে দেখেছি খোয়াব!
·
ওরা জানে, কীভাবে স্রোতের দূরে থাকে পরিণাম।
আততায়ী মৃতের প্রমাণে।
আগুন জমাট বাঁধে শরীরে শরীরে।

শেয়ার করুন

ক্যাটেগরি বা ট্যাগে ক্লিক করে অন্যান্য লেখা পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরনো লেখা

ফলো করুন

Recent Posts

Recent Comments

আপনপাঠ গল্পসংখ্যা ২০২২