ঘুণমাটি – বনমালী মাল (পর্ব ২)
৪. কবির সঙ্গে চপলার দেখা হয় প্রতিদিন—প্রতি গড়িয়ে পড়া বিকেলে। এই সময়টায় কবি চপলার রূপে অন্ত্যমিলের খোঁজ পায়। রামচকের কাছে চপলা সংসারী, গাঢ় এক কিশোরী। ফ্রক পরা, কেবল সুতির গামছা জড়ানো ঘাট থেকে উঠে আসা নিরেট ভেজা চপলা ঘোমটা মাথায় কুঁচি দেওয়া শাড়ি পরলেও রামচক অবাক হয়ে লালা ফেলে না। ভেবে দেখতে গেলে চপলা নীলাভ…