একজন কমিউনিস্ট – অনিরুদ্ধ চক্রবর্তী ( পর্ব ২ )
দুই বলতে পারো। তাছাড়া একটি প্রোজেক্ট শুরু হলে অনেকদিন ধরেই চলে। কাজ চালু হল মানে মাস পাঁচ-ছয় পরে শেষ হয়ে গেল, তেমন কিন্তু নয়। এক-একটি প্রোজেক্ট তিন-চার বছর ধরে চলে। তার মানে ততদিন কাজ রইল—সোজা হিসেব। তারপর কোম্পানির বদল। ফলে কাজ ছাড়তে হলেও যে অনেক কোম্পানি পালটাতে হয়েছে কাকাকে, তা কিন্তু নয়। তা না…