কত কি মনে পড়ে এমন মন কেমনের দিনে।
কত কি ?টাপুর টুপুর বৃষ্টি পরে কাঁঠাল পাতায়।
জানলার ফাঁক দিয়ে বাড়িয়ে দেওয়া হাতে জলের ছাট। মোবাইলে তোলা সেই বৃষ্টি ভেজা পাতা।
এই তো সেই সেদিনের কথা। জানলায় বসে একমনে দেখতাম কাঁঠাল গাছের ভিজে পাতাগুলো।
আজ সেই গাছটা নেই জানো। কাটা পড়ে গেছে। আজ বৃষ্টি র ছাটে আর পাতা ভেজে না । বর্শার ফলার মতো আছড়ে পড়ে তারা শক্ত চাতালে।
আমার বুক টা কেঁদে ওঠে।
কিন্তু বুঝতে দিই না কাউকে।এখন বৃষ্টি হলে জনলাটা বন্ধ করে দি, পাছে বিছানা না ভিজে যায়।
ওপাশের জানলা দিয়ে ডাক আসে ওলো সই কি করছিস? কিছু না ।
বৃষ্টি পড়ছে তো,জানলা বন্ধ করলাম কেমন।পরে কথা হবে।