ইসলামপুর সেপ্টেম্বর ২০১৮ – মন্দাক্রান্তা সেন
মরছে রাজেশ মরছে তাপস
পুলিশ এখন দিদির পাপোস
রক্ত ঝরে তরুণ তাজা
বিসর্জনের বাজনা বাজা
শাসক তুমি কেমন পাষাণ
কোন তিথিতে তোমার ভাসান?
নিজের ভাষার জন্যে হায়
ছাত্ররা কি নিঃসহায়!
মরল তাপস মরল রাজেশ
বুলেট বুকে মরছে স্বদেশ
আর কতদিন পারবে দিদি
জ্বলছে তো আজ আমার হৃদি
সেই আগুনে জ্বল সবাই
রাজেশ তাপস আমার ভাই