আমি নারী আমিই আধার
সৃষ্টি আমাতে দশমাস দশদিনে
পৃথিবীর আলো দেখা ধূলার ধূলীতে
কত কষ্ট সহ্য করে বুক ভরা স্নেহে
কোনো বিশেষ দিন পালনে নয়
শ্রদ্ধা ও সম্মানিত হতে চাই সমাজে
প্রতিটি মানব হ্রদয়ে সস্নেহে
শিক্ষা , প্রতিষ্ঠা, সার্বক উন্নয়ণে
পুরুষের সমকক্ষ হয়ে সমান তালে
আমি স্বাধীন সেই দিন ই
যেদিন থাকবে না মনে কোনো ভয়
অবাধে বিচরণ করতে পারবে আমি
থাকবে না সম্মান বা ইজ্জত হানির আশংকা
রাস্তা ঘাটে কর্মস্থলে
লোলুপ দৃষ্টি ভেদ করতে চায় পোষাকে ঢাকা শরীর
এই সমাজে কোনো লোভীর নোংরা
মানুষিকতায়…