প্রেম ও দ্রোহ – পিনাকী
এখনো তো কত শোক রয়ে গেছে বাকি
রক্তের ঋণ বেড়ে গেছে ক্রমাগত
কত বঞ্চনা, টাটকা গভীর ক্ষত
তা’বলে গোলাপ আজকে ফুটবেনা কি?
কত শত লোক এমনিই মরে গেছে
কত বিদ্রোহ প্রভাব রাখেনি কোনো
তবুও তো চাকা থমকে যায়নি, শোনো
মানুষ এখনো হাতে হাত রেখে বাঁচে।
যারা বলে গেছে ভালোবাসো ভালোবাসা
স্পর্শ করেনি তাদেরকে কারো ঘৃণা
জানিনা সকলে এই সব জানে কি না
সবচেয়ে তীক্ষ্ণ – তীব্র প্রেমের ভাষা।
আজও তো মানুষ মানুষেরই পাশে জোটে
বিদ্রোহ লেখে ভালোবাসা মেখে বুকে
রক্তে রাঙানো গোলাপ দাঁড়ায় রুখে
এখনো হৃদয়ে রক্তকরবী ফোটে।