ঘিরে থাকা শব্দেরা – সুদীপ ভট্টাচার্য্য

শেয়ার করুন

লিখতে গিয়ে দু-চার খানা কলম যদি না
ভাঙে আর লিখতে গিয়ে ছ-চার পাতা
ছিঁড়তে পারি শব্দ ঘসে তবেই তোমার শরীর
কোষের আনাচ-কানাচ সাঁওতালি নাচ তা
তেরে কেটে অভাবের পেটে রুচির যোগান
মেহনতি গান গাইতে পারো আর আমারও
যাবতীয় যত অসুখ-বিসুখ ঢেকে রাখা মুখ
বোরখা আড়াল সরিয়ে তুমি প্রদীপ ধরো
হাতের মুঠোয় এক সরোবর হৃদয় ধরো
প্রেমকপনার আকাশে চাঁদ দেখার ছুতোয়
আমার বুকে ওম লিখে দাও আঙুল দিয়ে
আমার মনে আগুন জমাও প্রতি রাতেই
প্রতিশ্রুতির আখর বসাও এই শরীরে এই
শহীদের কুরবানি তাই তোমার প্রিয় জেনে
নিও কারোর কাছে আমার ঠোঁটেই বারুদ
আছে জ্বলন আছে এবং পাপের স্খলন আছে
শাস্ত্রমতে বেদপুরাণের সুবাস কিছু পোষা
মানুষ গভীর রাতে উপত্যকায় শরীর সাধন
শিখিয়েছিলেন সহজভাবে বাঁচার রসদ
বলেছিলেন পেয়ে যাবো তোমার দেহেই।

শেয়ার করুন

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *