আত্ম-প্রতিকৃতির আমি তুমি – গৌতম চক্রবর্তী
ছবিটাকে মাথার ভেতরে নিয়ে আমি হেঁটে চলি। একটা ঘর; ঘরের ভেতরকার একটা অংশ; যেখানে একটা জানলা আছে, জানলার নীচে আর পাশে থাকা সীমাহীন দেয়ালের আভাস আছে, যেমনটা আর দশটা গড়পড়তা বাড়িতে দেখা যায়; অনেকটা যেমন শহর বা শহরতলির আমার বা আমার পরিচিত বন্ধুবান্ধবদের, চেনা মানুষজনের বাড়িতে বছরের পর বছর দেখেছি, গিয়েছি কিংবা থেকেছি, ঠিক সেরকম।…