কবিতায় অনুষঙ্গবাদ – গৌতম ভট্টাচার্য
মনোবিজ্ঞানের সূত্রপাত থেকে যে বিশেষ মতবাদটি মনোবিজ্ঞানের বিভিন্ন তথ্য ও প্রত্রিয়ায় সংব্যাখান ও সূত্র গঠনের ক্ষেত্রে বিশেষ প্রভাব বিস্তার করে এসেছে তা হল অনুষঙ্গবাদ। পূর্ণ ঊনবিংশ শতাব্দী এবং বিংশ শতাব্দীর একটি বড়ো অংশ এই অনুষঙ্গবাদ মনোবিজ্ঞানের উপর একপ্রকার একাধিপত্য করে এসেছে, বলা চলে। চিন্তন, কল্পন, বিচারকরণ প্রভৃতি মানসিক প্রক্রিয়াগুলির ক্ষেত্রে ‘মনে করা’ কাজটির ভূমিকা অত্যন্ত…