স্তব্ধ রেখার পাশে – পার্থজিৎ চন্দ (৫ম পর্ব)
পঞ্চম পর্ব ‘কখনও এমন হয়, তোমার দুহাতে কোনও কাজই থাকে না; ঘুম ভেঙে মুখ ভার, মনে হয় শুরু হলো এখনই সকাল; দুহাত এত কী ভারিঃ রোদটুকু-ধরা মাঠে তেঁতুলের ডাল পাখি গেলে নড়ে ওঠে; কাঠবেড়ালিও ছাড়ে গুঁড়ির ঠিকানা। শিশুদের খেলা ছাড়া কাজ নেই, আছে আজ তোমার কুঁড়েমি। বিকেলের শেষ আলো মেঘের ওপারে হেম শেলায়ের মতো; মাঠ…