দেবীপক্ষেও আশাকর্মীদের দুয়ারে নিরাশা – দীপক সাহা
সকাল ৭ টায় দিন শুরু। সরকারি নির্দেশ মেনে গ্রীষ্মের রোদ বা বর্ষার জল পেরিয়ে বাড়ি বাড়ি স্বাস্থ্যসমীক্ষা– সন্ধ্যা ৫টা-৬টা পর্যন্ত, এভাবেই দিনটা কেটে যায় তাঁদের। গ্রামবাংলার তৃণমূল স্তরের জনস্বাস্থ্যের ভার তাঁদের কাঁধে। কার জ্বর হয়েছে, কোন্ মায়ের কী অবস্থা, কে কুষ্ঠরোগে আক্রান্ত, শিশুদের আয়রন খাওয়ানো, টিকার ব্যবস্থা করা, গর্ভবতী মাকে দিনে রাতে যখনই হোক হাসপাতালে…