|

একুশে – অনিন্দিতা মিত্র

শেয়ার করুন

মাতৃজঠরের মধ্যে গুনগুনিয়ে ওঠে বাউলের একতারার সুর,হাজার হাজার নক্ষত্রের নীল সোহাগ এসে মিশে যায় স্বপ্নভেজা শহিদ মিনারে ।
পরিযায়ী পাখিরা মেখে নেয় পৌষের ধুপছায়া বিকেলের রোদের নির্যাস,কোপাই নদীর অসমাপ্ত বাঁকে ঘুরে মরে প্রেম ।শিশির হাওয়ার চুম্বনে লেপ্টে থাকা আলোর নুপূরে শুনি মহাকালের পদধ্বনি ।

মনের জটাজাল ভেদ করে বয়ে চলে অভিমানের চোরাস্রোত, ভাবনার চিরকুটে লিখতে চাই বিশ্বপ্রেমের জবানবন্দি, ঝরাপালকের চঞ্চলতা ভেঙে দেয় ক্ষণিকের সুখ।

রাগ,দুঃখের মালা সাজাই অবচেতনের অন্দরমহলে, মাটির সোঁদা গন্ধ বয়ে বেড়ায় দ্রোহের রঙছাপ।
পৃথিবীর মানচিত্রের অতলে রেখে দিতে চাই জীবনের লেনদেন,মনন জুড়ে ‘অ,আ,ক,খ’-এর কাছে শুধুই আজন্মের ঋণ।

কবিতাকে সঁপে দিতে চাই বিশ্ব দেবতার কাছে,শতাব্দীর সোনালি পাতায় অক্ষয় হোক ‘অমর একুশে ‘।।

শেয়ার করুন

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *