শান্তিনিকেতনে মণিপুরি নৃত্যশিক্ষা – এল. বীরমঙ্গল সিংহ
রবীন্দ্রনাথ যে মণিপুরি নৃত্যকে বৃহত্তর পরিচিতি করিয়েছিলেন তা আর বলার অপেক্ষা রাখে না। তবে রবীন্দ্রনাথের মণিপুরের সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগ ঘটেনি। মহাভারতের চিত্রাঙ্গদা উপাখ্যান হয়তো কবিকে মণিপুর সম্পর্কে আগ্রহী করে তুলেছিল। তাই ১৮৯২ সালে কবির লেখনীতে উঠে এল ‘চিত্রাঙ্গদা’ কাব্যনাট্য। ১৯৩৬ সালে এটাকে আবার তিনি নৃত্যনাট্য রূপ দিয়েছিলেন। তাছাড়া মণিপুরের তৎকালীন পলিটিক্যাল এজেন্ট স্যার জেমস জনসন…