অনুসন্ধান – সৌম্যজিৎ রজক
যারা অপমান করেছিল, তাদের ভুলে গেছি
যারা ভালোবেসেছিল, তাদের ভুলে গেছি
কে আমায় ঠেলে দিয়েছিল খাদের কিনারে?
কে বলেছিল,
যাও, ভোগ করো ন্যায়-অন্যায় ভুলে??
সে আমি, আমারই ক্ষমতা!
আজ এই নির্বাসন, আজ এই চামড়ার দাগ
সারাটা দুপুর আর সারাটা রাত্রি শুধু
অলিগলি দৌড়ে বেড়ানো
যাদের অপমান করেছি, তাদের কোথায় পাবো?
ভালোবেসেছিল যারা, তাদের কোথায় পাবো?