বর্তমান, উত্তরের অপেক্ষায় – উজ্জ্বল সামন্ত
না বলা কথাগুলো হয় “কবিতা”
নয়তো “গল্প” হয়ে ওঠে একান্ত নিজেরই খেয়ালে..
সম্পাদকের খোজে ,তোমাদের ভালবাসা
প্রেরণা যোগায় আমার “লেখা”
জীবন বড় বিচিত্র ,জন সমুদ্রের মেলা
খাটি মানুষের বড়ই অভাব সমাজে
হিংসা, পরনিন্দা,কুটকাচালি, হানাহানি , দাংগা
স্বাথপর ও যান্তত্রিকতা মানুষের মনে
নেই সৌহাদ্য, সম্প্রীতি ও সহনশীলতা
মনীশীদের উক্তি আজ নীতি কথা
নেই ভায়ে ভায়ে মিল সংসারে
বাবা মা আজ ঠাই হয় বৃদ্ধাশ্রমে
সংসার ভেংগে টুকরো হয়ে
ছেলে দেয় না সম্মান বাবা মা কে
ছাত্র শিক্ষিক কে পেটায়
কে করবে এর বিহিত
উত্তর এর অপেক্ষায় প্রশ্নে রা হারায়
গুরুদেব বলে গেছেন:
ধর্ম নাই মালায় ঝোলায় আর তিলক ফোটায়
ধর্ম নাই মন্দির মসজিদ আর গীজা’য়
ধর্ম আছে ত্যাগে সংযমে সত্যে
মানুষ কে প্রকৃতি কে ভালবাসায়…