|

পথিক বলছি – ব্রতশুদ্ধ

শেয়ার করুন
স্বস্তিকারূপী ছাইরঙা রাস্তার
কেন্দ্রে দাঁড়ালে জামরুল নীল হয়ে যায়।
লাল হয় অনাকাঙ্ক্ষিত তাতানো বর্ষার
একটা গাছের দেড়শো কদম ফুল।
ডানে যাবো?  চলো যাওয়া যাক।
এবার বামে?  ঠিক আছে।  চলো!
বিদায় আহ্বান এমন হবে বুঝিনি।
এর আগে কোনদিন বৃশ্চিক হেটে যায় নি
আমার মরুভূমির মধ্যপথ ধরে।
বল্গাহীন স্বপ্ন চুপটি করে বসেনি কোন
সীমানাহীন মানচিত্রের চাতালে।
আমি পারতাম একজন বেরঙা বিপ্লবী
হয়ে কর্কটক্রান্তি অতিক্রম করতে।
কিংবা কোন সন্ন্যাসীর একমাত্র কাচা
দাড়ির অবশিষ্ট নীরব ইতিহাস হতে…..
কিন্তু হায় আজো সেই একটি কল্পতরুর
বিশ্রামরত পথিক হয়েই অপেক্ষা করছি
যার অবসান মৃত্যু আহ্বানেই হয়েছিলো।
শেয়ার করুন

Similar Posts

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *