সলিল চৌধুরী: অননুসারি প্রভিতার যাত্রাপথে – সুমিত গঙ্গোপাধ্যায়
সলিল চৌধুরী—যিনি “আদিমে” শুরু হয়ে অন্তে যেতে যেতে “স্বর্গ” রচনা করে যাওয়ার কথা বলেছিলেন। যিনি পৃথিবীর ডাকে সাড়া দিয়ে গুঞ্জন প্রেম, চাঁদ-ফুল-জোছনার গানকে থামানোর কথা বলেছিলেন। ১৯৪০ এর উত্তাল জাতীয় মুক্তি আন্দোলনের সময়ে ছাত্র ফেডারেশনের কর্মী হিসেবে রাজনীতিতে আসেন। যদিও, রাজনৈতিক চিন্তাভাবনা অনেক অল্পবয়সেই তৈরি হয়। বি.পি.এস.এফ-এ থাকাকালীনই লিখেছিলেন ‘বিচারপতি তোমার বিচার করবে যারা আজ…