তালিবান: আন্তঃসাংস্কৃতিক বন্ধনহীনতার ভ্রূণ – সায়ন ভট্টাচার্য
ধর্মই আফগানিস্তানের জাতিসত্তার দৃঢ়তম বন্ধন। আফগানদের প্রায় ৯৯ শতাংশই মুসলিম। এদের মধ্যে ৮৪ শতাংশ সুন্নি এবং প্রায় ১৫ শতাংশ শিয়া মুসলিম। শহরগুলিতে অল্পসংখ্যক হিন্দু, শিখ, পারসিক ও ইহুদি ছড়িয়ে ছিটিয়ে আছেন। ১৯৬০-এর দশক থেকে অনেক আফগান ইহুদি ইসরায়েলে পাড়ি দেয়। উপরের তথ্যটি আমার নয়–বর্তমানের বিশ্বনাগরিকদের ‘ই-মস্তিষ্ক’ উইকিপিডিয়ার। অর্থাৎ মানবতা নয়, তথ্য যাচ্ছে ধর্মই জাতির বন্ধন।…