প্রেমেন্দ্র মিত্রকে যেমন দেখেছি – কিন্নর রায়
কিন্নর রায় প্রেমেন্দ্র মিত্রের লেখা পড়ি প্রায় বাল্যকাল থেকেই। তাঁর কবিতা ছিল স্কুলপাঠ্য বইয়ে- “আমায় যদি হঠাৎ কোনো ছলেকেউ ক’রে দেয় আজকে রাতের রাজা,করি গোটাকয়েক আইন জারিদু’এক জনায় খুব ক’ষে দিই সাজা।” এসব পড়তে পড়তেই যখন ক্লাস সিক্সে পড়ি তখন ঘনাদা পড়লাম। পড়ে তো হতম্ভব! দেব সাহিত্য কুটিরের পূজাবার্ষিকীতে ঘনাদা গোঁফওয়ালা। এই ঘনাদার শিল্পী প্রতুল…