শারদসংখ্যার একাল-সেকাল – প্রবীর মিত্র
প্রতি বছর পুজোর বেশ কয়েকদিন আগে থাকতেই ঢাকিরা দূরদূরান্ত গ্রাম থেকে শহরে চলে আসে বিভিন্ন পুজোমণ্ডপে ঢাক বাজানোর বরাত পাবার আশায়। কিন্তু তারও কিছুদিন আগে থেকেই শরতের ভোরে শিউলি গাছের নীচে যেমন একটা একটা করে টুপটুপ করে শিউলি ফুল পড়তে থাকে ঠিক সেইভাবে বিভিন্ন পাবলিকেশন হাউস থেকে প্রকাশিত হতে থাকে একটার পর একটা নানাধরনের পুজোবার্ষিকী।…