আদিম হিংস্র মানবতার আমি – সুতপা ভট্টাচার্য চক্রবর্তী
আদিম হিংস্র মানবতার আমি যদি কেউ হই… স্বজন হারানো শ্মশানে তোদের চিতা আমি তুলবই… সেদিন মারা যেতে পারতাম আমিও। জ্ঞানহীন অচেতন দশা থেকে সাংবাদিক বন্ধু খুঁজে না বার করলে আমারও দশা হতে পারত মইদুল অথবা আর কারোর মতোই। ‘আমি আর বাঁচবুনি’ স্লোগানটাই সত্য হয়ে গেল। রাস্তায় পড়ে পড়ে মার খাচ্ছিল মইদুল। সেই মইদুল অথবা তার…