যে-বছর চের্নোবিল ( পর্ব ১২ ) – কুশাণ গুপ্ত
১২ (শেষ পর্ব) শীত একাধিক সূত্র হইতে পাওয়া যায়, চের্নোবিলের নিউক্লিয়ার প্ল্যান্টটি গড়িয়া উঠিয়াছিল ভ. ই. লেনিনের নামানুসারে। ইউক্রেনের প্রিপিয়েট এই নগরটি স্থাপিত হয় পার্শ্ববর্তী নদীটির নামে, সত্তরের দশকে। ইহা ছিল সাবেক সোভিয়েতের অপর আরেকটি ছিমছাম নিউক্লিয়ার-শহর। স্কুল, হাসপাতাল, পার্ক, সুইমিং পুল, ফুটবল স্টেডিয়াম― যা যা উপাদান একটি উন্নত দেশের ছোটোখাটো শহরে থাকে, সে সকল…