কার্ল মার্কস ও বিশ্ব-সাহিত্যের অতিমানবেরা – শঙ্খদীপ ভট্টাচার্য (পর্ব ৬ )
কার্ল মার্কস ও বিশ্ব-সাহিত্যের অতিমানবেরা (কিছু মনন সমলয়ন কথা) প্রথম অধ্যায়: কার্ল মার্কস ও বালজাক মার্কসীয় নন্দনতত্ত্ব, Tendenzroman এবং বালজাক ফরাসি বিপ্লবের দশ বছর পরে জন্মেও ব্যক্তিগত পরিসরে কিন্তু বালজাক আদ্যোপান্তই ছিলেন রাজতন্ত্রী। তাঁর মতামত ছিল সেকেলে ভাবনা চিন্তা ও প্রতিক্রিয়াশীল ধ্যান-ধারণার পক্ষেই। এর পরেও মার্কস এঙ্গেলস ছিলেন এই মানুষটির তন্নিষ্ঠ পাঠক। তাঁর গল্প উপন্যাসে…