অখিল ভুবনে সুরের মেলা – প্রবীর মিত্র
ফুলের উপর ঘুমিয়ে পড়ে ফুলের মধু খেয়েদশদিকে নাম ছড়িয়ে গেল তোমার গান গেয়েগান ফুরোল পাড়া জুড়োল ফুর্তি হোল দেশেচোখের জলে বাঁশুরিয়ার রক্ত এসে মেশেএসব কথা উঠলে পড়ে, উথলে ওঠে রোষ গান কি কারও কেনা! নাকি গোলাম?সে সব কথা থাক। বাংলাগানে শীতলপাটি পাতাতাতে রাজার মতো ঘুমিয়ে আছেন অখিলবন্ধু ঘোষ। —কবি পার্থজিত চন্দ একটা সময় রেকর্ড প্লেয়ার-এ…