হারানো সুর – শুভদীপ চক্রবর্তী
ভারাক্রান্ত হৃদয়ের ডাকে অস্পষ্ট চোখগুলো
মাঝে মাঝেই ভাষা হারিয়ে মিশে যায় মেলানকলির অতলে।
বিষন্ন মন ভেসে যেতে চায় অশ্রু ধারায়, সযত্নে লালিত স্বপ্নের ডিঙি বেয়ে ছন্দহীন কোনো সুর তালে।
যে নিরিবিলি ছায়ায় একদিন মনের সাথে মনের কাটাকুটি খেলত ওরা, আজ দেখো ওদের দৈন দশা।
গ্রহণ কেটে বাস্তবতার তীব্র তাপে জ্বলছে ওদের দাহ্য ভালোবাসা।
সময়ের সাথে সাথে কালচে হয়ে যাওয়া রক্তের মতো ক্রমশ ফিকে হতে হতে বিবর্ণ হয়ে যাচ্ছে ঠুনকো আত্মবিশ্বাস।
গোলাপ তার ঘ্রাণ হারাতে হারাতে আজ ভুলতে বসেছে নিজের অস্তিত্ব, বেঁচে থাকার সমস্ত আশ্বাস।
সাদা কালো মেঘের লুকোচুরি খেলার প্রহসন থেকে গ্রহণ কেটে ঠিকরে বেরোবে ওদের ভালোবাসার সূর্য, আবার আজ।
অন্তঃসার শূন্য ভালোবাসাকে নতুন করে করবে ওরা আবিষ্কার, দূর হবে আছে যত দুঃখসাজ।