টিনবাজার – অনিরুদ্ধ চক্রবর্তী

শেয়ার করুন

লোকটা একটা ভেড়ার মালিক।
ভেড়ার গায়ে পাকানো সাদা লোম। চোখের পাতাও সাদা।
ভেড়ার দড়ি ধরে লোকটা টিনবাজারের খোলা নর্দমার ধারে উবু হয়ে বসে পেচ্ছাপ করে। সে উঁচু করে চেক লুঙ্গি পড়ে। গায়ে মলিন ফতুয়া। গালের সাদা দাড়ি ধীরে ধীরে পাকিয়ে উঠছে। টিনবাজার দিয়ে যাতায়াত করলেই এমন একটি লোককে সকলেরই চোখে পড়বে।
কত বয়স হবে লোকটার?
পঞ্চাশ। বা তার বেশি।
ষাটও হতে পারে।
সেক্ষেত্রে আসবে ভেড়াটার বয়সের কথাও।
কত বয়স হবে ভেড়াটার? লোকটার মত সেও কি বুড়ো হয়ে গেল?
যেহেতু এখানে বদলি হয়ে আসার আগে আমি কোনদিন কোন ভেড়াকে বেড়ে উঠতে দেখিনি বা এটা জানা নেই একটি ভেড়ার গড় আয়ু কত হতে পারে, তাই ভেড়ার বয়স অনুমান করা আমার পক্ষে শক্ত।
তবে এইটুকু বলা যায়, ভেড়াটা বুড়ো হয়ে গেছে—পাশাপাশি অন্য বাড়িতে ভেড়ার দিনগুলির তুলনায়।
সুতরাং ভেড়ার বয়স জানার জন্য আমি টিনবাজারের চা দোকানে লোকটার গায়ে গা লাগিয়ে ভেড়ার পাশে বসে থেকেছি। দেখেছি লোকটার গায়ে ভেড়ার গন্ধ। আমি ভেড়ার গায়ে গা লাগিয়ে টিনবাজারের বকুলগাছটার নিচে লোকটার পাশে বসে থেকেছি। দেখেছি ভেড়ার গায়ে লোকটার গন্ধ।
কিন্তু এতে ভেড়ার বয়স জানা যায় নি।
আমরা কেউ কারও সঙ্গে কথা বলিনি। ভেড়াটাও আমার দিকে তাকায়নি। তাতে টিনবাজারের কোন অসুবিধে হয়নি।
টিনবাজার। ভোজপুরি ভাষায় কথা বলে, এমনি লোক বেশি। পেচ্ছাপখানার পাশে একটি হল আছে এখনও। সিঙ্গল স্ক্রিন। ভোজপুরি সিনেমা চলে। বাইরে উত্তেজক পোস্টার। সকলে খুব চিল্লে কথা বলে। সকলেই খুব ব্যস্ত। খিস্তি-মারদাঙ্গা খুব স্বাভাবিক।
বাজারের পিছনে বস্তি।
সবটাই নাকি সরকারি জমি ছিল এককালে। এখন সব দখল। এদের পরিবার এসেছিল জুটমিলে খাটতে। মিল বন্ধ। কেউ ফল বেচে, কেউ লেবার। কেউ ভেড়ার পাল পোষে। লোকটার ভেড়া একটাই।
ফলে কাউকে জিজ্ঞেস করা যায় না, ভেড়াটা এই বছরে কত বছরে পা দিল।
ভেড়াটাকে কখনও দেখিনি গঙ্গার ধারে হাওয়া খেতে।
লোকটাকেও দেখিনি কোর্ট চত্বরে বা থানার আশেপাশে।
মাঝে মাঝে ভেড়াটাকে একা থাকতে দেখি। এক বন্ধ দোকানের সামনে সেটা বাঁধা; তার সামনে কিছু শুকনো কাঁঠালপাতা। ও নির্মোহ দৃষ্টিতে তাকিয়ে থাকে টিনবাজারের প্রতি।
ঠিক হল, আমাদের অফিসে একদিন ভেড়ার মাংসের উৎসব হবে।
ভেড়ার মাংস চারশ টাকা কিলো।
সিনিয়র পার্থদা বলে, ভেড়া যত বুড়ো হবে, মাংস তত কচি হয়, জানিস?
অরূপ বললে, সাতজনের জন্য দুই কেজি—ঠিক আছে না?
বারোশো টাকা চাঁদা তুলে দুই কেজি ভেড়ার মাংস ও ঝরঝরে সাদা ভাত—এক দুপুরে আমরা খাব অফিসের ছাদে বসে। হিসেব হয়ে গেল।
পার্থদা বলে, জ্যোতি, মাংসভাত রেঁধে দিস। সেদিন তুইও আমাদের সাথে খাবি।
জ্যোতি কুমারী অফিস পরিস্কার করে। সে পরিস্কার বাংলায় বলে, ভালো করে কষে ঝাল ঝাল করে রেঁধে দেব, দেখে নিও।
জ্যোতি বিধবা। এখন ছেলে খুঁজছে ওর বাড়ির লোক। বিয়ে দেবে।
হাফ ছুটি করে ফিরছি।
ঝড়জল আসবে। এর ভয়ে আজ পার্থদা অফিসে আসেনি।
এখন ঝড়জল মানেই তার একটা নাম থাকে। যেমন- হুদহুদ, ফণী। ইত্যাদি। আর এই জল-ঝড় ধেয়ে আসে গভীর সমুদ্র থেকে।
জোর বৃষ্টি এসে গেল। এই বৃষ্টিতে রাস্তায় হাঁটা যায় না। মাথায় ছাতা থাকলেও সেই ছাতা কেবল মাথাই বাঁচায়। ছাতা আবার বাতাসের ধাক্কায় উল্টেও যায়।
বাধ্য এক চালার নিচে দাঁড়াই। বৃষ্টি কখন থামবে কেউ জানে না। আবার এমন বাতাস ও বৃষ্টির পতন—যাওয়াও যায় না।
দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবি, ভেড়ার মাংসের স্বাদ কেমন। লাল মাংস মানেই যে পাঁঠার মাংসের স্বাদ বয়ে আনবে, তার কোন মানে নেই।
প্রবল বৃষ্টিতে টিনবাজার ধুয়ে যাচ্ছে।
রক্ত ও চামড়ার একটা ভ্যাপসা গন্ধ মিশছে বৃষ্টিতে।
এলোমেলো বাতাস। টিনবাজারের প্রবাদঃ ঝড় উঠলেই তার ছিঁড়ে ট্রেন চলাচল বন্ধ।
কেবল ছেঁড়ে না টিনবাজারের বড় কোম্পানির ফ্লেক্সগুলি।
বৃষ্টি বাড়তে থাকায় কুকুরগুলোও চলে গেল সাউ মীট শপের পলিথিনের আড়ালে। কোত্থাও কেউ নেই।
এই সময় দুটি ভেড়া বৃষ্টি মাথায় হাঁটতে হাঁটতে টিনবাজার পেরিয়ে স্টেশনের দিকে চলে গেল।

শেয়ার করুন

Similar Posts

  • এয়ারগান – অর্ণব সাহা

    দোতলার উত্তরের বড়ো ঘরের দরজায় আলতো চাপ দিতেই খুলে গেল। দেখলাম সোফায় বাবা বসে আছে বরাবরের মতো। আর একটু ভেঙেছে শরীরটা। মাথার সাদা চুল প্রায় হালকা হয়ে এসেছে। চোখ দুটো গর্তে বসে গেছে। ইংরেজি খবরের কাগজের পাতা উলটে চলেছে একমনে। কিছুক্ষণ ঘোলাটে চোখে আমায় দেখল বাবা। তারপর ধীর গলায় বলল— “আয়, বোস”। মৃত্যুর পর এই…

  • টস – রেহান কৌশিক

    জুলাই, ১৯৯৬’মিলেছে মিলেছে মিলেছে…’ সন্ধেবেলা বাড়ির ড্রয়িংরুমে পা দিয়েই শাম্মি কাপুরের চাহে মুঝে কোই জংলি কহের স্টাইলে একটা নাচ দিল মানস। দু’আঙুলের ফাঁকে ট্রান্সফার লেটারের কপি।’সত্যি!’ ইচ্ছাপূরণের বিস্ময় স্বস্তিকার গলায়।মানস বলল, ‘নিজের চোখে দ্যাখো।’স্বস্তিকা চোখ রাখল কাগজে। তাদের স্বপ্নের ছাড়পত্র। ট্রান্সফার হয়েছে ঘাটশিলাতেই। ওপরওয়ালার ভ্যানতাড়া দেখে মনে হচ্ছিল না শেষ অব্দি হবে। হল। অবশেষে হল।মানসের…

  • |

    ইঁদুর – সোমেন চন্দ

    আমাদের বাসায় ইঁদুর এত বেড়ে গেছে যে আর কিছুতেই টেকা যাচ্ছে না। তাদের সাহস দেখে অবাক হতে হয়। চোখের সামনেই, যুদ্ধক্ষেত্রে সৈন্যদলের সুচতুর পদক্ষেপে অগ্রসর হওয়ার মতো ওরা ঘুরে বেড়ায়, দেয়াল আর মেঝের কোণ বেয়ে-বেয়ে তরতর করে ছুটোছুটি করে। যখন সেই নির্দিষ্ট পথে আকস্মিক কোনো বিপদ এসে হাজির হয়, অর্থাৎ কোনো বাক্স বা কোনো ভারী…

  • |

    সহোদর – শক্তি চট্টোপাধ্যায় (পুনর্পাঠ)

    হাঁড়িচাঁচা খাল সাঁড়াশির মতন গঞ্জটাকে কষে চেপে ধরেছে—তাই খালের গা বরাবর গঞ্জ। তা-ছাড়া কী বুধবার হাট আছে। পেট-ভর-বাজার। জয়নগর-মজিলপুর দুটো গাঁ খেয়ে কূল পায় না। আর খাবারই না কতরকম। শাকসবজির পাহাড়, মাছের আটচালা। গাঁ-ভরতি বাবু কছমের লোকজন। শ্রী-ই আলাদা। হঠাৎ কোত্থেকে যে কী হল। শিয়ালদা থেকে বরাবর ইস্পাত বিছানো হল মাইল বত্তিরিশ দক্ষিণমুখো, তামাম গাঁ…

  • |

    উশিন – এল বীরমঙ্গল সিংহ

    [লেখক পরিচিতি :– এল বীরমঙ্গল সিংহ’র জন্ম ১৯৫৬ সালে’র ১০ই মার্চ ত্রিপুরায়। মণিপুরি ভাষায় গল্প লেখার পাশাপাশি তিনি বাংলা ভাষায় অনুবাদ করেন এবং প্রবন্ধ লেখেন। এখন অব্দি মণিপুরি ও বাংলা ভাষায় তার চোদ্দটি বই প্রকাশিত হয়েছে। এরমধ্যে ‘মহাদেবগী ওয়ারী’ গল্পগ্রন্থের জন্য তিনি মণিপুর থেকে মর্যাদাপূর্ণ ‘কামিনীকুমার স্বর্ণপদক’ পান। তার অনূদিত প্রখ্যাত মণিপুরি গল্পকার এন কুঞ্জমোহনের…

  • রাষ্ট্রহীন – প্রলয় নাগ

    ২২ ফেব্রুয়ারি ২০১৪।গুজরাটি এক নেতা শহরে এসেছেন। টিভির খবরে তাই বার বার দেখাচ্ছে। দেখিয়ে দেখিয়ে, শুনিয়ে শুনিয়ে কান পচিয়ে ফেলবে এখন। রামনগরে হাজার হাজার জনতার সামনে দাঁড়িয়ে হিন্দিতে তিনি যা বলেছেন, তার বাংলা করলে এই দাঁড়ায় : যদি ক্ষমতায় আসে তবে আসামের ডিটেনশন ক্যাম্পগুলি গুড়িয়ে দেওয়া হবে। ১.৪৩ লক্ষ ডি-ভোটার-কে সন্দেহ তালিকা থেকে অব্যাহতি দেওয়া…

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *