আনন্দ – স্বস্তিকা সেন

শেয়ার করুন
মিঠাই আর গোবলু আনন্দে সারা বাড়ি লাফিয়ে চলেছে। খুব মজা কাল পুরী ঘুরতে যাবে। মাম্মা,আমি কিন্তু কাল ট্রেনে অনেক চিপস খাবো আর দিদিকে কিন্তু দেব না। শর্মি ব্যাগ গোছাতে গোছাতে হেসে উত্তর দেয়, আচ্ছা খেও।
বৌদি আমার কাজ হয়ে গেছে, দরজাটা লাগিয়ে দিও।
শোন্ জবা, কাল কিন্তু তোকে সকালে তাড়াতাড়ি কাজ করে যেতে হবে। আমরা সকাল ৭ টায় বেরোব। আর রিমিকে সাথে নিয়ে আসিস, তোর সাথে কাজ এগিয়ে দিলে তাড়াতাড়ি হবে। বৌদি আমি একাই পারবো গো, ওতো এত সকালে ওঠে না।আরে একটা দিনের ব্যাপার তো নিয়ে আসবি কিছু হবে না আর নয়তো তুই একা কাজ শেষ করতে পারবি না, দেরি হয়ে যাবে।
আজকে আর গোবলুকে থেকে ঘুম থেকে ওঠাতে হয়নি, আনন্দে নিজেই উঠে গেছে। মিঠাই নিজের পছন্দের জামা পরে রেডি।শর্মি সব ঘর লক করছে এমন সময়, বৌদি অনেকটা দেরি হয়ে গেল গো এই রিমি ঘুম থেকে উঠছিলই না। তুমি একদম চিন্তা করো না আমি বাসন মেজে দিচ্ছি, আর রিমি ঘর ঝাড়ু দিয়ে দিচ্ছে। হয়ে যাবে তাড়াতাড়ি।
শোন্, ওসব কিছু করতে হবে না। তুই তাড়াতাড়ি আমার রুমে গিয়ে দেখ বিছানায় একটা শাড়ি রাখা আছে আর একটা ফ্রক।ওটা তুই আর রিমি পরে তাড়াতাড়ি রেডি হয়ে নে।
মানে বুঝলাম না বৌদি, কেন?
মানে আর কিছুই না, তুই আর রিমি আমাদের সাথে পুরী যাচ্ছিস।
বৌদি, কি বলছো গো? আমরা?
হ্যাঁ, তোরা। এত অবাক হচ্ছিস কেন?  আমরা কি এইটুকু করতে পারি না তোদের জন্য?
জোড়ে ট্রেন ছুটছে, আর মিঠাই, গোবলু আর রিমি জানলার ধারে বসে চিপস খেয়েই যাচ্ছে। প্রতিটা ঢেউ আজ সাক্ষী থাকল রিমির প্রথম সমুদ্র দেখার আনন্দের।
শেয়ার করুন

Similar Posts

  • জামিলা – রুখসানা কাজল

      দুই দোকানের মাঝখানে একফালি খালি জায়গা। আশেপাশের দোকান মালিক-কর্মচারী, ক্রেতা পথচারীরা সকাল বিকাল খাল্লাস হয় সেখানে। একদিন ভোরে দেখা  গেল সেখানে একটি হোগলাঘর। রাতারাতি হোগলাঘর এলো কোত্থেকে? রেরে করে ছুটে আসে নুরুমিয়া আর ঠান্ডুকাজি, কে কে এই কে আছিসএখানে। দেখি তোর বদনখান বার কর তো একবার! হোগলা ঘরের কানি তুলে বেরিয়ে আসে জমিলা। পেছনে…

  • |

    রংমিলন্তি – সুতপা চ্যাটার্জি

    রাতের কলকাতা চিরমায়াবিনী। দিব্যি কেমন ন্যাকা সেজে গা এলিয়ে পড়েছিল একপাশে— যেন তাড়া নেই। জমাট অন্ধকার চিরে গাড়িগুলি উত্তর থেকে দক্ষিণে চলে গেল হেঁকে হেঁকে… একবার ঘাড় ঘুরিয়ে দেখল না অব্দি! হঠাৎ কী মনে হতে ধীর পায়ে হেঁটে হেঁটে  চলে এল এদিকে! কত অস্বাভাবিক সহজ সে চলা। কোত্থেকে কি গন্ধ- টন্ধ মেখে এসেছে,  ডুবিয়ে মারবে…

  • বাঘ – সম্বিৎ চক্রবর্তী

    জঙ্গলে বাঘ ঢুকেছে। সে এক বিশাল, হিংস্র, ভয়ানক বাঘ। তাই জঙ্গলে যাওয়া নিষেধ। ঢুকতে তো পারেই না, উলটে জঙ্গলের বাইরে এখানে ওখানে সেখানে আগুন জ্বালিয়ে রাখে ওরা সারারাত। ওরা সারারাত আগুনে, পাহারায় আটকে থাকে আর সারাদিন দীর্ঘশ্বাস ফেলে, বনের দিকে চেয়ে। ওখানে যে যাওয়া বারণ। কারণ—বাঘ। বাঘের আকার, আয়তন, বর্ণ, হিংস্রতা, ক্ষিপ্রতা নিয়ে নানা কথা…

  • শালীনতা – চয়নিকা

    ট্রেনে জানলার ধারে বসে একমনে বসে বই পড়ছিলেন সমরেশবাবু। গিন্নী আরতিদেবীকে নিয়ে যাচ্ছেন বারানসী। এখন সবে আটটা, খেয়ে দেয়ে বার্থে উঠতে ঢের দেরী, তাই ট্রেনে উঠেই বইয়ে মনোনিবেশ করেছেন। বই পড়তে পড়তে গিন্নির গজগজানিতে সমরেশবাবু ব্যাজার মুখে বললেন, ‘কী হল আবার!’ আরতিদেবীর রাগী মুখে গলাটা যতটা সম্ভব কম করে বললেন, ‘সামনের বার্থের মেয়েটাকে দেখো, কেমন…

  • স্মৃতি ও ইচ্ছে – শ্রাবণী দাশগুপ্ত

    ‘কতগুলো স্মৃতি’, গৌর পুরানো ডায়েরির পৃষ্ঠায় পেন দিয়ে আঁচড় কাটলো। বাইরে ঝলমলে রোদে দেখলো, ফুল নেই গাছটার, পাতাগুলো নাচছে। গাছটা যদি গোড়া থেকে কাটা হয়, মরে যাবে। গল্পগুলো বলতে পারবে না। গৌর তাড়াতাড়ি আর দু’খানা শব্দ পেড়ে আনলো- ‘…কতগুলো গল্প’, লিখে আঙুল টনটন করে উঠলো। সে পেন ছেড়ে দিলো। ট্রেনে দরজার পাশে টাইট জামা-পরা, ঠোঁটে রঙমাখা, প্যাঁকাটির মতো…

  • দৌড় – রমা সাহা

    দিন দু’য়েকও হয়নি, সারাটা দিন না খেয়েই কাটিয়ে দিয়েছিল সুরাব। আজও বোধহয় তারই পুনরাবৃত্তি হতে চলেছে। দিনমজুর রহিমুদ্দি আর আমিনার একমাত্র ছেলেটা পাড়ার স্কুলেরই ক্লাস ফাইভের ছাত্র। নুন আনতে ফ্যান ফুরোয় যে ঘরে, দৌড় সেখানে বিলাসিতা। তবুও দারিদ্রের বিরুদ্ধে সুরাব ছুটে যায় সবুজ ট্র্যাক ধরে। ফুটো টিন আর দর্মার ঘরের একপাশ জুড়ে ছেলেটা যেন ট্রফি…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *