বন্দিশালার আলোকরেখা: সাম্রাজ্যবাদের উত্তরকথন – রূপায়ণ ঘোষ
বিশ্বব্যাপী সাহিত্যের যেমন অজস্র ধারা-উপধারা রয়েছে তেমনই আছে তার নিজ নিজ ঘরানা। বন্দি সাহিত্য (Prison Literature) হল সেরকমই একটি সাহিত্যধারা। সুদূর অতীত থেকে বর্তমানেও এই ধারাটি বিশ্ব সাহিত্যে অতি দ্রুত বিকাশ লাভ করেছে, জনপ্রিয়ও হয়েছে এমনকী কালোত্তীর্ণও।কথাসাহিত্য, কবিতা, নাটক তথা প্রবন্ধ সাহিত্যের মধ্যেও একটি উদীয়মান উপধারা হিসাবে এটি বিদ্যমান। এই ঘরানার মূল চরিত্র হল মানুষের…