চুরিবিদ্যার আখ্যান : প্রসঙ্গ ‘চোরের পাঁচালি’র পুথি – শুভাশিষ গায়েন
‘চুরিবিদ্যা বড় বিদ্যা যদি না পড়ে ধরা’ প্রসিদ্ধ এই প্রবাদটির দৃষ্টান্ত হিসেবে গ্রাম বাংলায় বহু গল্প প্রচলিত আছে। বাংলার নানা প্রান্তে চৌর্যবৃত্তির উৎকর্ষতা এবং চোরের কৃতিত্ব সম্বন্ধে বহু আখ্যান ও রূপকথার প্রচলন আছে। এই চুরিবিদ্যাকে কেন্দ্র করে পাঁচালি রচিত হয়েছিল অষ্টাদশ শতকে। ‘সাহিত্য-পরিষৎ-পত্রিকা’য় চোরের পাঁচালি কাব্যের পুথি সম্পর্কে প্রথম আলোকপাত করেন চিন্তাহরণ চক্রবর্তী ১৩৪৫ বঙ্গাব্দে…