খাইরুল ও খোদা – আলিউজ্জামান
এই গাঁয়ের নাম দুর্গাপুর। দশ পা পিছনে ফেললে মরিয়মদের বাড়ি। পশ্চিমবঙ্গ সরকারের ঢালাই রাস্তার প্রকল্প যেখানে শেষ হয়েছে, সেখান থেকেই এই ঘাটের শুরু, বাম দিকে চক্রবর্তীদের বাড়ি আর ডানে নবকৃষ্ণ হালদারের গান…. পালাইয়া পালাইয়া মরিও মন বিরাগ জানো নাচাঁদের গায়ে সিঁধকেটেতোর কলঙ্ক ঘুচল না। গানের রেশ বাতাসের সঙ্গে মিলিয়ে যাওয়ার আগেই যখন গুম হয়ে যায়…