অমীমাংসিত – কোয়েল
১.
প্রতিটা যুদ্ধের আগে যে দামামা বেজে ওঠে,
তাকে আমি নির্লিপ্তভাবে অবহেলা করেছি।
২.
পুড়ে যাবার আগে আমার যতো
টুকরো-টাকরা ‘আমি’ ছিলো,
তা’ আজ আরও টুকরো টুকরো হয়েছে
ক্ষমতার হাত ধরে…
৩.
যারা গোল করে ঘিরে ছিলো আমায়
তারা আমার শাড়ি উড়িয়ে জানিয়েছে-
এ তল্লাটে কোনো পাগল কুকুরের চিহ্ন পাওয়া যায়নি…
৪.
ছেড়ে যাওয়া প্রেমিক আর কোনোদিন
শাড়ি উপহার দেয়নি আমায়…
৫.
মানুষ হতে গেলে, আর ঠিক
কতোগুলো শাড়ি প্রয়োজন তোমার, রাষ্ট্র???
সুন্দর