রাই শহরের আনাচে-কানাচে – অম্লান চক্রবর্ত্তী
“কি!!! আমার নামে শহর? তাও আবার বিলেতে?” ফোনের ওপারে প্রায় লাফিয়ে উঠল রাই। “ইয়েস ম্যাডাম, শহরটির নাম রাই।” আমি শান্ত হয়ে উত্তর দিলাম। কর্মোপলক্ষে আমি লন্ডনে আছি। সবে করোনা লকডাউন উঠছে, আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে পৃথিবী। এর মধ্যে আমি ও আরও তিন সহকর্মী মিলে এক শনিবারের ছুটিতে বেড়াতে গেলাম এসেক্স কাউন্টির দক্ষিণ-পশ্চিমে অবস্থিত মধ্যযুগীয় শহর…