প্রথম রোমাঞ্চ – হামিম কামাল
প্রথম রোমাঞ্চ: কথাসাহিত্যিক হাসান আজিজুল হককে নিয়ে লেখা স্মৃতিগদ্য আমি আর অনার্য সেই রাতে হাসান স্যারের সঙ্গে থাকতে শুরু করলাম। স্বকৃত নোমান ভাই আমাদের হাতে তাঁকে বুঝিয়ে দিয়ে বিদায় নিলেন। কী বিপদ। একজন অতো বড় মানুষকে দূর থেকে দেখে সটকে পড়া যায়। সেটাই সহজ, সেটাই নিরাপদ। তার সঙ্গে বা পাশের ঘরে বুকধড়ফড় রাত কাটানো কি…