চতুর্থ ঢেউ—অতিমারির যুগে আশঙ্কা ও আশা – সাম্যজিৎ গাঙ্গুলী
গা হালকা ছ্যাঁক-ছ্যাঁক করছে, সর্দি-সর্দি ভাব। এক-দুদিন গড়ালে নাক একেবারে বন্ধ। কাশি হচ্ছে মাঝেমধ্যে। কিন্তু খুব একটা বেশি না। হচ্ছে, নিজে থেকে কমেও যাচ্ছে। কমে যাচ্ছে সর্দি-জ্বরের ভাবটাও, ওই চার-পাঁচ দিনেই। দুর্বলতা থাকছে এক সপ্তাহ, কিন্তু তারপর ফুল চাঙ্গা। এই শেষ এক মাসে এরকম হাল প্রায় ঘরে ঘরে। হ্যাঁ, এটাই করোনার চতুর্থ ঢেউ। কোভিড-১৯-এর নতুন…