ইতিহাসের আলোকে নাথপন্থা –  রিঙ্কি মণ্ডল

ইতিহাসের আলোকে নাথপন্থা –  রিঙ্কি মণ্ডল

নাথধর্ম তন্ত্র, হঠযোগে, সহজিয়া, শৈবাচার, ধর্ম পূজা প্রভৃতি মতের সমন্বয়ে উদ্ভূত একটি সাধনমার্গ। মধ্যযুগে উৎপন্ন এই সম্প্রদায় বৌদ্ধ, শিব তথা যোগের পরম্পরার সমন্বয় দেখতে পাওয়া যায়। নাথ সম্প্রদায় ভারতের এক হিন্দুধর্মীয় পন্থা। বেদশাস্ত্র এবং পুরানাদিতে মহাদেবকে মহান এবং মহারুদ্র রূপে বর্ণনা করা হয়েছে। তাই নাথ সম্প্রদায় রুদ্রজ ব্রাহ্মণ; আর যোগ সাধনাই তাদের প্রধান ধর্ম বলে…