রাজনৈতিক কবিতা : কবির রাজনীতি – রামকৃষ্ণ ভট্টাচার্য
উইলিয়াম বাটলার ইয়েট্স্-এর মৃত্যুর পর (১৯৩৯) তাঁর স্মরণে একটি কবিতা লিখেছিলেন ডবলিউ. এইচ. অডেন। কবিতাটির তৃতীয় ভাগে এই তিনটি স্তবকে বলা হয়েছিল: “Time that is intolerantOf the brave and innocent,And indifferent in a weekTo a beautiful physique. Worships language and forgivesEveryone by whom it lives:Pardons cowardice, conceit,Lays its honours at their feet. Time that with…