ফাটা আয়নার মুখ – ময়ূরী মিত্র

ফাটা আয়নার মুখ – ময়ূরী মিত্র

ভোকাট্টা হয়ে ইতিউতি লাট খাচ্ছিলেন তাঁরা। সত্যি বলতে কি উনিশ শতকের বাঙালি ভদ্রলােকের গুণপনা ব্যাখ্যায় আর কোন্ উপমাই বা দেওয়া যায়! একদিকে শ্রেণি-পরিস্থিতি ও যুক্তিবাদের হিড়িকে পশ্চিমি সংস্কৃতি ও পরদেশি প্রশাসককে নিয়ে আদেখলাপনা, আরেক দিকে, বিশ্বাস ও আবেগের পীড়াপীড়িতে শ্বেতাঙ্গ প্রভুদের বিরুদ্ধে নিয়ত চাপা ফুসফুস—দুইয়ের ঝাপটায় তখন বেহাল বাঙালি। স্বদেশচর্চার কচকচি তাই কেবলমাত্র সাংস্কৃতিক স্বাধীনতার…