সংস্কৃতি, বাজার ও দৃষ্টিকোণ – মন্দার মুখোপাধ্যায়
গল্প, উপন্যাস, কবিতা ও স্মৃতি ভিত্তিক লেখার বাইরে এ এক অন্য স্বাদের বই । বলতে গেলে সাহিত্য যেমন এখন শুধুমাত্র ভাষা ভিত্তিক নয়, তা একটি বিষয়ও ; সংস্কৃতিও তেমন এক পাঠ – বিষয়; নির্দিষ্ট চর্চা ছাড়াও যাকে বুঝতে , ভাবতে এবং আলোচনা করতেও যুক্তিগ্রাহ্য একটি নির্ণয় বা নিয়ম রেখা লাগে । এ বইতে হয়তো সেটাই…