হর-গৌরি অ্যাভেনিউ – অন্বেষা চক্রবর্তী
“এখানে মেঘ গাভীর মতো চরে”—প্রাচীন প্রবাদটা পাহাড় ভ্রমণকারীদের মুখে মুখে ফেরে। উত্তর-পশ্চিমে জম্মু-কাশ্মীরের নাঙ্গা পর্বত থেকে পূর্বে অরুণাচল প্রদেশের নামচাবারওয়া পর্যন্ত প্রায় ২৫০০কিমি বিস্তৃত আছে এক গিরিশ্রেণি। মৌসুমী বায়ুর উষ্ণ জলীয়বাষ্প দক্ষিণ-পশ্চিম দিক থেকে এখানে আসে। এই পর্বতমালার দালানে বসে শীতল হয় আর এই উপমহাদেশের ভূখণ্ডে অঝোর ধারায় ঝরে পড়ে। সেই পৌরাণিক-ঐতিহাসিক পর্বতশ্রেণির নাম হিমালয়।…