বৈকাল হ্রদের পথে – সুদীপ মজুমদার
অনুলিখন: গৌতম চক্রবর্তী মস্কো থেকে লম্বা লম্বা ফ্লাইট আসে ইরকুদ্স। ইরকুদ্স মস্কোর ফ্লাইট প্রায় পাঁচ ঘণ্টার ফ্লাইট। পাঁচ ঘণ্টা বা তার থেকে একটু বেশিই হয়তো লাগে ইরকুদ্স আসতে। সাড়ে পাঁচ ঘণ্টা মনে হয়। এখন বোধহয় এর চেয়ে অনেক কম সময় লাগে। আমি যে সময়ের কথা বলছি সেটা হল ২০০০ সাল। আমি তখন মস্কো বেসড। মস্কোতে…