নেই-রাজ্যের, নৈরাজ্যের বাসিন্দা… – সুমন চক্রবর্তী

নেই-রাজ্যের, নৈরাজ্যের বাসিন্দা… – সুমন চক্রবর্তী

গলি ছাড়িয়ে হাইরোডে পড়ার ঠিক মুখটাতেই গাড়ির চালক ভদ্রলোককে সঙ্গে নিয়েই ঢুকে পড়েছিলাম একটা ক্যাফে কফি ডে-তে। সেখানে ঢুকেই চোখে পড়ল— একদল মুখে মাস্ক, হাতে গ্লাভস ও কথকতায় কর্পোরেট উচ্চারণের আরোপিত ছোঁয়াচসম্পন্ন মাঝবয়সি মানুষ দেশ-রাজনীতি-অর্থনীতি, ট্রাম্প-বাইডেন ইত্যাদি প্রভৃতি বিষয় নিয়ে কফির পেয়ালায় রীতিমতো তুফান তুলে বসেছেন। অনেক চেষ্টা করেও বুঝে উঠতে পারলাম না— এই বহুজাতিক…