এই দেশ অচেনা আমার – সম্বিৎ চক্রবর্তী
একটা থাপ্পর খেয়ে রাস্তায় পড়ে গেলাম। আমার যা স্বভাব পড়ে গিয়েও ভাবি গালে একটা থাপ্পড়ে কেউ একেবারে মাটিতে চিৎপটাং হয়ে পড়ে? পড়ব বলে মনটাই যেন ভিতরে ভিতরে একরকম তৈরি ছিল। —হয়তো ধরাশায়ী হয়ে সহানুভূতি পাওয়ার মতলব। অথবা পড়ে গিয়ে থাপ্পড়কারীর শক্তিকে একটু স্বীকৃতি, সম্মান দেওয়া; আসলে তোয়াজ করা। ‘বাবা? কী জোরেই মারতে পারো তুমি!’ কিন্তু…