মহিলা ক্রিকেটে বিশ্বচ্যাম্পিয়ন ভারতীয় ক্ষুদেরা – সপ্তক সান্যাল
|

মহিলা ক্রিকেটে বিশ্বচ্যাম্পিয়ন ভারতীয় ক্ষুদেরা – সপ্তক সান্যাল

সৌম্যা তিওয়ারির মারা আড়া পাঞ্চ যখন কভারে দুই পায়ের মাঝখান দিয়ে গলালেন ইংরেজ ফিল্ডার, তখনই বাইরে দাঁড়িয়ে থাকা ভারতীয় ক্রিকেটাররা বাউন্ডারি অতিক্রম করে উচ্ছাসে চলে এলেন মাঠের ভেতর। বাঁধভাঙ্গা উচ্ছাসে তখন রীতিমতো ফেটে পড়ছে পোচেস্ট্রুম থেকে সারা ভারত। শেফালী-শ্বেতা-হৃষিতা-তিতাস-রিচা-পার্শভিদের সাফল্য যেন আনন্দের জোয়ার এনে দিয়েছে ভারতীয়দের মধ্যে। টুর্নামেন্টের শুরুতে শুধুমাত্র শেফালী-রিচা ছাড়া বাকি প্রত্যেকেই ছিলেন…