শিল্প-সাহিত্যর ইতিহাস পড়া কেন? – রামকৃষ্ণ ভট্টাচার্য
শিল্প-সাহিত্যর ইতিহাস পড়ে কী হবে? তার থেকে কীই বা লাভ হয়? বহু দশক ধরে ছাত্রছাত্রীরা বাংলা সাহিত্যর ইতিহাস পড়ে আসছেন। পরীক্ষার স্বার্থে কিছুদিন তার কিছু কিছু মনেও রাখেন। তারপর সব ভোঁভাঁ। বিশেষ করে যারা বাণিজ্য ও বিজ্ঞান শাখায় পড়াশুনো করেন, তাঁদের পক্ষে বড়ু চণ্ডীদাস, মুকুন্দ চক্রবর্তী, রামপ্রসাদ সেন প্রমুখের নাম জানা কি আদৌ দরকার? আরও…