শান্তিনিকেতনে মণিপুরি নৃত্যশিক্ষা – এল. বীরমঙ্গল সিংহ (পর্ব ৩)
কলকাতায় ‘নটীর পূজা’ সফল অভিনয়ের পর আসন্ন দোল উৎসবের জন্য নৃত্যগীতের একটি অনুষ্ঠান করাবেন বলে কবি স্থির করলেন। নতুন করে ছয় ঋতুর গানও রচনা করে ছয়টি ঋতুর পর্যায়ে সাজিয়ে নাম দিলেন ‘নটরাজ’। নিঃসন্দেহে নটীর পূজার সাফল্যই কবিকে এ কাজে উৎসাহ জুগিয়েছিল। নটরাজ-এর ঋতু পর্যায়ের গানগুলোর সফল নৃত্যরূপ দিলেন নবকুমার। রবীন্দ্রনাথের সান্নিধ্যে এসে নটীর পূজা ও…