দিবারাত্রির মানিক –
আজ মানিক বন্দ্যোপাধ্যায় নামের একটি আগুনের জন্মদিন। তাঁকে নিয়ে আমার একটি শ্রদ্ধার্ঘ্য। দিবারাত্রির মানিক বিনোদ ঘোষাল শৈশবে আদর করে লোকে ডাকত কালোমানিক। সাহিত্যজীবনে নিজেই নাম নিলেন মানিক বন্দ্যোপাধ্যায় কুস্তির আখড়ায় মুগুর ভাঁজতেন। গুন্ডার দল সামলেছেন একা হাতে। ছেলেবেলা থেকেই তাঁর দুরন্তপনারঅন্ত নেই। এই একই মানুষ আবার জ্যোৎস্নারাতে আড়়বাঁশি বাজাতেন। রবীন্দ্রসঙ্গীত-অতুলপ্রসাদী গাইতেন। তাঁর সাহিত্যসাধনা, সংসারযাপন থেকে…