জন্মশতবর্ষে বিস্ময়চমক – দিলীপ মজুমদার

জন্মশতবর্ষে বিস্ময়চমক – দিলীপ মজুমদার

বিশ শতকের সত্তরের দশকে অখ্যাত সোমেন চন্দের রচনা সংগ্রহ করতে যখন শুরু করি এপার বাংলায় অন্য এক কৌতূহলে, তখন ভাবনার মধ্যে ছিল না একুশ শতকের দ্বিতীয় দশকে, সোমেনের জন্মশতবর্ষে, দুই বাংলায় তাঁকে নিয়ে এমন চর্চা হবে। শৈল্পিক প্রতিভা নিশ্চয়ই ছিল তাঁর, কিন্তু রচনা-পুঁজি যে যৎসামান্য। তিন-চারটি কবিতা অকিঞ্চিৎকর, একটি উপন্যাস— তাও আবার খণ্ডিত, দুটি অকিঞ্চিৎকর…