থাবা এবং থাবা – অজিত ভড়
এ এক অদ্ভুত সময় মঁসিয়ে। যখন কেউ কারো মুখ দেখতে চায় না, সমস্ত গল্পের কেন্দ্রবিন্দুতে ঢুকে পড়েছে এই অন্ধকার। এমনকি পারিবারিক গল্পেও ঢুকে পড়েছে এই ভাইরাস। হাঁসফাঁস করে উঠছে অর্থনীতি, সমাজনীতি। যদিও মাননীয় বিজ্ঞানীরা নিরলস চেষ্টা করছেন মুক্তির উপায় খুঁজতে। আমি তাঁতি। নিম্নবিত্ত শ্রেণির জীব। এবার আসি আমাদের অস্তিত্ব-লড়াইয়ের কথায়। যদিও সমস্ত পরিশ্রমী মানুষেরই জীবন-জীবিকা…