ভোজ কয় যাহারে (ষষ্ঠ পর্ব) : ফুলকলি রে ফুলকলি – সত্যম ভট্টাচার্য
ফুলকলি রে ফুলকলি সেই যে ওয়ার্ডসওয়ার্থের সলিটারি রিপার শস্য কাটছিল আর গুনগুন করে গান করছিল কোনো একটা অজানা ভাষায় এক পাহাড়ি উপত্যকার ঢালে, দৃশ্যটা চোখের সামনে ভেসে উঠলেই কেন জানি মনে হয় সেই ঢালে তখন বয়ে যাচ্ছিল এক মনোরম বাতাস, যার সাথে মাথা দোলাচ্ছিল সেই শস্যক্ষেতের শস্যরাও। তাছাড়া আমাদের এদিকেও হেমন্তের শেষে যখন শীত ধীরে…